ভৌগলিক অবস্থান

রাজশাহী জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার পূর্ব-উত্তর কোণে, পুঠিয়া উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার উত্তরে, ০৫ নং শিলমাড়িয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র পচামাড়িয়া মৌজাস্থ পচামাড়িয়া গ্রামে এবং ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মাত্র ৩০০ গজ দক্ষিণে পুঠিয়া-মোল্লাপাড়া-সাধনপুর পাকা রাস্তার ধারে সবুজের ছাঁয়া ঘেরা মনোরম পরিবেশে পচামাড়িয়া ডিগ্রী কলেজ অবস্থিত। কলেজ থেকে মাত্র ৫.০০ কিলোমিটার দূরে(উত্তরে) বারনই(যমুনার শাখা) নদী এবং মাত্র ৬.০০ কিলোমিটার দূরে(পশ্চিমে) বিখ্যাত তাহেরপুর হাট এবং রাজা কংস নারায়ন রায়ের স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক রাজবাড়ি। কলেজ সংলগ্ন স্থানে (একশত গজ দূরে) প্রায় ২০০ বৎসরের অধিক কাল ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্মুক্ত একটি পৌষ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে একটি ২০০ বৎসরের বিবাহিত পাইকড় গাছও কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। পচামাড়িয়া নামটি অতিথি পাখির স্বর্গরাজ্য হিসাবে দেশের সর্বস্তরের মানুষের কাছে বিশেষভাবে বিশেষভাবে পরিচিত।