ব্যক্তিত্ব এবং স্মরণীয় ঘটনা

  • কলেজ প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ গ্রহণ ও মূল পরিকল্পনা প্রণয়ন – ০১ লা জানুয়ারী ১৯৯৪ ইং(১৯৯৪-১৯৯৫ শিক্ষাবর্ষে)
  • কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম আনুষ্ঠানিক সভা আহবান – ০৫ ই সেপ্টেম্বর ১৯৯৪ ইং (হাইস্কুল মাঠ,পচামাঃ)
  • কলেজের প্রথম উদ্যোক্তা , রূপকার , নির্দেশক ও সভাপতি – ডাঃ সদর উদ্দীন আহমেদ (প্রতিষ্ঠাতা সভাপতি)
  • কলেজের প্রথম অধ্যক্ষ,পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নকারী – বিষ্ণু পদ সাহা (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ) এম.বি.এস.
  • কলেজের প্রথম উপাধ্যক্ষ (স্নাতক পর্যায়ে উন্নীত হওয়ার পর) – আলহাজ্ মোঃ হাবিবুর রহমান ; এম.এস-সি.
  • কলেজ উদ্যোক্তা কমিটির প্রথম সেক্রেটারী ও নির্বাহীর নাম – মোঃ মোজাম্মেল হক মাষ্টার (পচামাড়িয়া)
  • কলেজের প্রথম শিক্ষাবর্ষ (উচ্চ মাধ্যমিক) – ১৯৯৪-১৯৯৫ ইং (মানবিক,বিজ্ঞান ও ব্যবঃশিক্ষা)
  • কলেজে প্রথম শিক্ষাবর্ষে (১ম ব্যাচে) ভর্তিকৃত ছাত্র/ছাত্রী সংখ্যা – ১৬৮ জন (মানবিক,বিজ্ঞান ও ব্যবঃশিক্ষা শাখায়)
  • কলেজে সর্ব প্রথম ভর্তিকৃত ছাত্র ও ছাত্রীর নাম – মোঃ আঃ লতিফ সরকার ও মোছাঃ মঞ্জুয়ারা খাতুন
  • কলেজের একাডেমিক কার্যক্রমের প্রথম শুভ উদ্বোধনের তারিখ – ২৬/১০/১৯৯৪ ইং (১৯৯৪-১৯৯৫ ইং শিক্ষাবর্ষে)
  • কলেজের একাডেমিক কার্যক্রমের প্রথম শুভ উদ্বোধন করেন – এ্যাডঃ তাজুল ইসলাম মোঃ ফারুক, এক্স এম.পি.
  • শিক্ষাবোর্ড কর্তৃক প্রথম কলেজ পরিদর্শনের তারিখ(উচ্চমাধ্যমিক) – ২৫/০৪/১৯৯৫ ইং (১৯৯৪-১৯৯৫ ইং শিক্ষাবর্ষে)
  • কলেজের প্রথম পাঠদানের অনুমতি প্রাপ্তির তারিখ (উচ্চ মাধ্যমিক) – ১২/০১/১৯৯৫ ইং (১৯৯৪-১৯৯৫ ইং শিক্ষাবর্ষে)
  • কলেজের প্রথম স্বীকৃতির তারিখ (উচ্চ মাধ্যমিক) – ১৮/০৬/১৯৯৫ ইং (১৯৯৪-১৯৯৫ইং শিক্ষাবর্ষে)
  • কলেজের প্রথম এম পি ও ভূক্তির তারিখ (উচ্চ মাধ্যমিক) – ০১/০১/১৯৯৭ ইং (এম.পি.ও. মে-২০০৭ ইং)
  • কলেজের প্রথম স্বীকৃতির তারিখ (স্নাতক পাস; বি এ ও বি.এস.এস.) – ২৫/১১/২০০১ ইং (২০০১-২০০২ শিক্ষাবর্ষে)
  • কলেজের প্রথম এম পি ও ভূক্তির তারিখ (স্নাতক পাস পর্যায়) – ০১/০৫/২০০২ ইং (২০০১-২০০২ অর্থ বৎসরে)
  • কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম জমি দাতার নাম – বিষ্ণু পদ সাহা (পরিমান ঃ ০.৯৫ একর)
  • প্রতিষ্ঠার লক্ষ্যে কলেজের প্রথম অনুদান প্রদানকারী নাম – মোঃ আঃ করিম শাহ্ (উদন পুর)
  • কলেজের প্রথম আমৃত্যু সদস্যের নাম ও গ্রাম – স্বর্গীয় নৃপেন্দ্রনাথ নিয়োগী (নান্দি পাড়া)
  • প্রথম বিভাগ প্রাপ্ত ১ম কৃতি ছাত্রের নাম ও গ্রাম – মোঃ আঃ লতিফ সরকার (পচামাড়িয়া)/১৯৯৬
  • জি পি এ ৫.০০ প্রাপ্ত ১ম কৃতি ছাত্রের নাম ও গ্রাম – মোঃ জাহাঙ্গীর হোসেন ,পচামাড়িয়া, ২০০৭ সাল
  • কলেজ প্রতিষ্ঠার পর প্রথম সর্বোচ্চ পাশের হার – (উচ্চ মাধ্যমিক) ৮৫.০৩% (এইচ.এস.সি-২০০৮)
  • কলেজ প্রতিষ্ঠার পর প্রথম সর্বোচ্চ পাশের হার – (স্নাতক পাস) ১০০% (ডিগ্রী পাস পরীক্ষা-২০০৪ ইং)
  • বিধিমোতাবেক অনুমোদিত কার্যনির্বাহী কমিটি অনুমোদনের তারিখ – ০৩/০৮/১৯৯৫ ইং (জওঝঊই)
  • অনুমোদিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠানের তারিখ – ১৪/০৮/১৯৯৫ ইং
  • কলেজের প্রথম স্বীকৃতির তারিখ (এইচ এস সি- বি.এম) – ২০/০৯/২০০৪ ইং (২০০৪-২০০৫ ইং শিক্ষা বর্ষে)
  • কলেজের প্রথম নিয়োগপ্রাপ্ত শিক্ষক অধ্যক্ষ – বিষ্ণু পদ সাহা (২৭/০৯/১৯৯৪ ইং)
  • কলেজের প্রথম নিয়োগপ্রাপ্ত কর্মচারী – মোঃ আঃ জলিল (পিয়ন) (২৮/০৯/১৯৯৪ ইং
  • পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ ১ম সর্বোচ্চ ছাত্র/ছাত্রীর সংখ্যা – ১৪২ জন (এইচ.এস.সি-২০০৮ ইং)
  • কলেজের (পচামাড়িয়াস্থ) প্রথম অস্থায়ী কার্যালয় – কারিতাস ও কো-অপারেটিভ ভবন,পচামাড়িয়া
  • কলেজের (পচামাড়িয়াস্থ) প্রথম অস্থায়ী একাডেমিক ক্যাম্পাস – পচামাড়িয়া হাইস্কুল ও সমাজ কল্যাণ মিলনায়ঃকেন্দ্র
  • প্রতিষ্ঠার লক্ষ্যে কলেজের নামে প্রথম জমি রেজিষ্ট্রীর তারিখ – ২৯/০৯/১৯৯৪ ইং; পুঠিয়া সাব -রেজিষ্ট্রী অফিস
  • কলেজ ক্যাম্পাসে ১ম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের তারিখ – ০৮/০৫/১৯৯৫ ইং(দক্ষিণমুখী আধাপাকা)
  • কলেজ ক্যাম্পাসে ১ম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন – মুহঃ জমরুদ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার
  • প্রথম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বৎসর(এইচ.এস.সি) – ১৯৯৬ ইং(লস্করপুর ডিগ্রী কলেজ কেন্দ্র)
  • প্রথম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বৎসর (স্নাতক পাস) – ২০০৪ ইং(তাহেরপুর ডিগ্রী কলেজ কেন্দ্র)
  • প্রথম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বৎসর(এইচ.এস.সি.বি.এম) – ২০০৭ ইং(পচামাড়িয়া ডিগ্রী কলেজ কেন্দ্র)
  • কলেজে প্রথম বিদ্যুৎ সংযোগ গ্রহণের তারিখ – ০৩/০৫/২০০০ ইং(পঃবিঃসমিতি, নাটোর-১
  • কলেজে প্রথম টেলিফোন সংযোগ গ্রহণের তারিখ – ২৭/০৫/২০০৩ ইং,বি.টি.টি.বি. নাটোর ।
  • উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের প্রথম স্বীকৃতি অর্জন – ২০০৩ ইং (পচামাড়িয়া ডিগ্রী কলেজ)
  • উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষের প্রথম স্বীকৃতি অর্জন – ২০০২ ইং (অধ্যক্ষ বিষ্ণু পদ সাহা)
  • উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের প্রথম স্বীকৃতি অর্জন – ২০০২ ইং সহঃঅধ্যাপক, আখতার জাহান দুলারী
  • প্রথম পাবলিক পরীক্ষার ভেন্যু অনুমোদন (এইচ.এস.সি) – ২০০২ ইং (০৭/০৪/২০০২ ইং) (RISEB)
  • প্রথম পাবলিক পরীক্ষার পূর্ণাঙ্গ কেন্দ্র অনুমোদন (এইচ.এস.সি) – ২০০৬ ইং (১৪/০২/২০০৬ ইং) (RISEB)
  • প্রথম পাবলিক পরীক্ষার পূর্ণাঙ্গ কেন্দ্র অনুমোদন(এইচ.এস.সি-বি.এম) – ২০০৬ ইং (০৫/০৪/২০০৬ ইং) (RISEB)
  • ডিগ্রী কোর্সের একাডেমিক কার্যক্রমের প্রথম শুভ উদ্বোধন – ০৯ ই ডিসেম্বর ২০০১ ইং, রবিবার
  • ডিগ্রী কোর্সের একাডেমিক কার্যক্রমের প্রথম শুভ উদ্বোধন করেন – এডভোকেট মোঃ নাদিম মোস্তফা ; এম.পি.