অবকাঠামো

কলেজ ক্যাম্পাসে শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক নির্মিত ১০৫ ফুট দ্বিতল ভবন, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে নির্মিত ১৫০ফুট, ৭০ফুট এবং ৫০ফুট পরিমাপের টিনসেড ভবনসহ সর্বমোট ০৪ টি ভবন রয়েছে, যা একাডেমিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়ে থাকে। কলেজে একটি মাল্টিপারপাস মঞ্চ ছাড়াও একটি ছাত্রাবাস রয়েছে। কলেজের ছাত্র/ছাত্রী এবং শিক্ষক কর্মচারীদের ব্যবহারের জন্য সুবিস্তৃৃত গ্যারেজ রয়েছে। ছাত্র/ছাত্রী এবং শিক্ষক কর্মচারীদের ব্যবহারের জন্য ০৯ ইউনিট স্বাস্থ্য সম্মত টয়লেট রয়েছে। বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য নিজস্ব সাব-মার্সিবুল পাম্প সহ হস্ত চালিত টিউবওয়েল ও তারা পাম্প এবং বিএমডিএ-এর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই সিষ্টেম চালু রয়েছে। কলেজের ছাত্র/ছাত্রীদের খেলাধুলার জন্য একটি খেলার মাঠ রয়েছে এবং কলেজে এক একর পরিমাপের একটি নিজস্ব পুকুর রয়েছে।