ইতিহাস

১৯৯৩ সাল পর্যন্ত পুঠিয়া থানা/উপজেলা সদরে ০১ টি এবং বানেশ্বর বাজারে ০১ টি সহ পুঠিয়া থানা/উপজেলার সর্বমোট কলেজের সংখ্যা ছিল ০২ টি। পচামাড়িয়া ডিগ্রী কলেজ থেকে উল্লেখিত ০২ টি কলেজেরই অবস্থান ছিল যথাক্রমে ১৬ এবং ২৫ কিলোমিটার দূরে। শিলমাড়িয়া ইউনিয়ন তথা পচামাড়িয়া গ্রামটির অবস্থান ছিল অনুন্নত আর্থ-সামাজিক এলাকায়, যাকে রিমোট অঞ্চল বলা হতো। শিক্ষা- দীক্ষায় এবং যোগাযোগ ব্যবস্থায় এলাকাটি ছিল একেবারে পিছিয়ে পড়া। ছাত্র-ছাত্রীদেরকে লেখা পড়া করার জন্য কমপক্ষে ১০-২০ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে দূরে যেতে হতো। মেয়েদের জন্য লেখাপড়া চালিয়ে যওয়ার বিষয়টি ছিল প্রায়ই অসম্ভব। ছেলে-মেয়েদের লেখা পড়া করার ক্ষেত্রে দু-একটি অপ্রীতিকর/ অবাঞ্চিত ঘটনার নজিরও রয়েছে, যা কলেজ স্থাপনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরো গতিশীল করেছে। ঘটনার আবর্তে উচ্চ শিক্ষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কলেজ পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা অপরিহার্য হয়ে পড়েছিল এবং ৫ই সেপ্টেম্বর ১৯৯৪ উপজেলার ৩য় কলেজের গোড়া পত্তন হয়।