বঙ্গবন্ধু কর্নার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে পচামাড়িয়া ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু কর্ণার 10 ,অক্টোবর ২০১৮ উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধুকে জানার নতুন ক্ষেত্র। এখানে বঙ্গবন্ধুর স্বকন্ঠে তাঁর অমূল্য ভাষণসমূহ শোনার পাশাপাশি স্থিরচিত্রে তা দেখার সুযোগও রয়েছে। রয়েছে বঙ্গবন্ধুর উপর রচিত বহু মহামূল্য গ্রন্থ। স্বাধীনতার ৪৭ বছর পর নতুন প্রজন্মের জন্য এখানে এসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে জানার নতুন দ্বার উন্মোচিত হল। এটি বঙ্গবন্ধুর প্রতি আমাদের ঋণ শোধের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব বিষ্ণুপদ সাহা, কলেজের সভাপতি অধ্যক্ষ জনাব মোঃ নজরুল ইসলাম, ০৫ নং শিলমাড়িয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন মুকুল,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আঃ রহিম মোল্লা, সেক্রেটারি জনাব শুকুর আলী সরদার, উপজেলাআওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক জনাব মোঃ রহিদুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জনাব মৌসুমি রহমান, উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক জনাব নাদের আলী ভূট্টো, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক জনাব মোঃ আতাউর রহমান, কলেজের সকল শিক্ষক-কর্মচারি,গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ । মুজিব কর্ণার উদ্বোধন পরবর্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, বঙ্গবন্ধু কর্নারে পুষ্প স্তবক অর্পণ, বিশেষ মোনাজাত এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু কর্ণার গ্যালারী