আজ ০৭.০৩.২০২৩,মঙ্গলবার। কলেজে “ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩” এর প্রথম প্রহরে বিগত বছরের অতীত ঐতিহ্য, প্রথা ও ধারাবাহিকতা অনুসারে যথাযথ মর্যাদার সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস পালন করা হল। জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের এবং পুস্পস্তবক অর্পণের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিলঃ জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, সম্মিলিত শোভাযাত্রা, কলেজের বঙ্গবন্ধু কর্নারে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, নিরবতা পালন, দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষক- শিক্ষার্থী মিলনায়তনে আলোচনা সভা, দোয়া- মোনাজাত এবং তবারক বিতরণ । কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব বিষ্ণু পদ সাহা।
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন(ভিডিও)